আজ যখন তোমায় প্রথম দেখলাম নিশ্চুপ ভাবে তাকিয়ে ছিলাম নিবাক ছিলাম আমি বাক্যখেলা করছিলো মনে মানমন্দির এ কিন্তু কথারম্ভ বাক্যরুদ্ধ শুধু তোমার মৃ...
আজ যখন তোমায় প্রথম দেখলাম
নিশ্চুপ ভাবে তাকিয়ে ছিলাম
নিবাক ছিলাম আমি
বাক্যখেলা করছিলো মনে মানমন্দির এ
কিন্তু কথারম্ভ বাক্যরুদ্ধ
শুধু তোমার মৃদুলা হাসিতে।
যদি প্রেমময় না হও তাহলে কেন
ভালবাসার দৃষ্টচর হতে শিখালে
জানতে চাইনা, বলতে চাই
ভালবেসে ফেলেছি তোমায় নিজের অজান্তে?
জানি মানবে না,বুঝবে না আমায়
যদি কখনো বুঝো ভালবাসার বাণীঅর্চনা
তাহলে মনে রেখো আমি এখনো
অপেক্ষারত তোমার প্রেমচাঁদ গগনে,
নিজেকে ধন্য মনে করবো
প্রেমবান হয়ে প্রেমচাঁদ মোহনাতে।
২৬/০১/২০১৬ইং
নিশ্চুপ ভাবে তাকিয়ে ছিলাম
নিবাক ছিলাম আমি
বাক্যখেলা করছিলো মনে মানমন্দির এ
কিন্তু কথারম্ভ বাক্যরুদ্ধ
শুধু তোমার মৃদুলা হাসিতে।
যদি প্রেমময় না হও তাহলে কেন
ভালবাসার দৃষ্টচর হতে শিখালে
জানতে চাইনা, বলতে চাই
ভালবেসে ফেলেছি তোমায় নিজের অজান্তে?
জানি মানবে না,বুঝবে না আমায়
যদি কখনো বুঝো ভালবাসার বাণীঅর্চনা
তাহলে মনে রেখো আমি এখনো
অপেক্ষারত তোমার প্রেমচাঁদ গগনে,
নিজেকে ধন্য মনে করবো
প্রেমবান হয়ে প্রেমচাঁদ মোহনাতে।
২৬/০১/২০১৬ইং
COMMENTS