বাংলা সাহিত্যে এক হাজার বছরেও কেউ করেননি “বহুবার বাংলাদেশ যাওয়ার সুবাদে সে দেশে এবং ঢাকার বই মেলায় তার লেখার যে জনপ্রিয়তা দেখেছি তা শুধু বিস...
বাংলা সাহিত্যে এক হাজার বছরেও কেউ করেননি
“বহুবার বাংলাদেশ যাওয়ার সুবাদে সে দেশে এবং ঢাকার বই মেলায় তার লেখার যে জনপ্রিয়তা দেখেছি তা শুধু বিস্ময়করই নয়, রীতিমতো ঈর্ষণীয়। আমি ভাগ্যবান যে রবীন্দ্রনাখ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, নজরুলের পাশাপাশি আমি হুমায়ূন আহমেদের মতো একজন লেখকেরও সমসাময়িক। তার মতে বাংলা সাহিত্যে তিনি যা করে গেছেন তা এক হাজার বছরেও কেউ করেননি।”
শংকর, ঔপন্যাসিক
হুমায়ূনের মতো সুযোগ আমিও পাইনি
“পশ্চিমবঙ্গের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় ‘দেশ’ পত্রিকার পর-পর আটটি পূজা সংখ্যায় হুমায়ূন আহমেদের উপন্যাস ছাপা হয়েছিল। একজন লেখক হিসেবে এ কম কথা নয়। এই সুযোগ পশ্চিমবঙ্গের আর কোনো লেখক পাননি। এমনকী আমিও নই।”
প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়, কবি ও সাহিত্যিক
দেশ কালের সীমা ছাড়িয়ে চিরায়ত সাহিত্যের গৌরব লাভ করেছে
উপমহাদেশের জনপ্রিয় লেখক হিসেবে হুমায়ূন আহমেদের নাম উল্লেখযোগ্য। গল্প, উপন্যাস, নাটক, চিত্রনাট্য ইত্যাদি রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। বহু পুরস্কারে ভূষিত প্রয়াত এই লেখকের রচনা বাংলা সাহিত্যে চিরজীবী হয়ে থাকবে। তিনি তার যে মানবিক অনুভূতি ও মূল্যবোধের পরিচয় দিয়েছেন তা দেশ কালের সীমা ছাড়িয়ে চিরায়ত সাহিত্যের গৌরব লাভ করেছে।
ড. শ্যামল রায়, কবি ও বাংলা সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক
সাহিত্যের কোনও চৌহদ্দি নেই হুমায়ূন আহমেদেরও ছিল না
চৌহদ্দি ভাঙার বিশিষ্ট কথাকার হুমায়ূন আহমেদ। বাংলাদেশের সুনীল গঙ্গোপাধ্যায়, বুঝিবা তারচেয়েও বেশি। লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার। স্বাধীন বাংলাদেশের এক অনন্য ও প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব। ‘নন্দিত নরক’ দিয়ে তার আলোকযাত্রা। উপন্যাস, গল্পগ্রন্থ, অনুবাদ সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রায় শ’তিনেক। ‘বহুব্রীহি’ বা ‘হিমু’ তার অনবদ্য সৃজন- সমকাল ও স্বভূমিকে ছাপিয়ে ছুটে যায় অনন্তের দিকে।
সমীর ঘোষ, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক
আমি যেন ঠিক ততদিনই বাঁচি যতদিনে হুমায়ূন আহমেদ পাঠ শেষ হয়
হুমায়ূন আহমেদকে নিয়ে আমাকে কখনও কিছু বলতে হলে প্রথমেই আমার প্রচ- একটা লোভ হয় ওর সম্পর্কে যা কিছু আমার অনুভবে রয়েছে, সব একনাগাড়ে গড়গড় করে বলে যাই। কিন্তু বলার শুরুতেই হোঁচট খেতে হয়। ওই বিপুল পর্বত সম্পর্কে আমি কতটুকুই বা জানি! ওর লেখা এ যাবৎ যতটুকু পড়েছি, তাতে মনে হয়েছে আমি এতদিন সেই পর্বতের পাদদেশেই ঘোরাফেরা করেছি মাত্র। আসলে ‘হুমায়ূন আহমেদ’ এই শব্দবন্ধটির মধ্যে যুগপৎ বিশালতা এবং এক অনন্ত গভীরতা লুকিয়ে রয়েছে, যা তার পাঠকদের অগ্নিতে পতঙ্গের মতোই অমোঘভাবে আকর্ষণ করে এবং এক অনিবার্য বাধ্যতায় তাদের সেই অতলতায় ডুবিয়ে দেয়।
চুপি চুপি বলি, আমার জীবনের একটা গোপন ইচ্ছে রয়েছে, আমি যেন ঠিক ততদিনই বাঁচি যতদিনে হুমায়ূন আহমেদ পাঠ শেষ হয়। এরপর আর কীই বা বলার থাকতে পারে!
বিনোদ ঘোষাল
সাহিত্য আকাদেমি যুব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক
অসাধারণ কয়েকটি চলচ্চিত্রও পরিচালনা করে গেছেন হুমায়ূন
তার একটি প্রশংসার্হ ছবি, ‘শ্যামল ছায়া’। ছবিটি আমি আজও দেখি, বার বার দেখি। এটি একটি অসাধারণ পরিবেশনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা এত জীবন্ত ছবি বাংলা ভাষায় আর তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। যুদ্ধের আতঙ্ক, যুদ্ধের পরিণিতি, যুদ্ধের প্রভাব কী ভয়ঙ্কর হতে পারে নিরাপদ আশ্রয়ের খোঁজে একটি নৌকায় ভেসে পড়া কয়েকটি হিন্দু-মুসলিম পরিবারের সদস্যর কথপোকথন, অভিব্যক্তি, কিছু বিচ্ছিন্ন ঘটনার ঘনঘটাকে লেখক-পরিচালক হুমায়ূন আহমেদ যে মুন্সিয়ানা ও মার্মিকতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য।
কালীপদ দাস, কবি, গবেষক
“বহুবার বাংলাদেশ যাওয়ার সুবাদে সে দেশে এবং ঢাকার বই মেলায় তার লেখার যে জনপ্রিয়তা দেখেছি তা শুধু বিস্ময়করই নয়, রীতিমতো ঈর্ষণীয়। আমি ভাগ্যবান যে রবীন্দ্রনাখ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, নজরুলের পাশাপাশি আমি হুমায়ূন আহমেদের মতো একজন লেখকেরও সমসাময়িক। তার মতে বাংলা সাহিত্যে তিনি যা করে গেছেন তা এক হাজার বছরেও কেউ করেননি।”
শংকর, ঔপন্যাসিক
হুমায়ূনের মতো সুযোগ আমিও পাইনি
“পশ্চিমবঙ্গের সর্বাধিক বিক্রিত ও জনপ্রিয় ‘দেশ’ পত্রিকার পর-পর আটটি পূজা সংখ্যায় হুমায়ূন আহমেদের উপন্যাস ছাপা হয়েছিল। একজন লেখক হিসেবে এ কম কথা নয়। এই সুযোগ পশ্চিমবঙ্গের আর কোনো লেখক পাননি। এমনকী আমিও নই।”
প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়, কবি ও সাহিত্যিক
দেশ কালের সীমা ছাড়িয়ে চিরায়ত সাহিত্যের গৌরব লাভ করেছে
উপমহাদেশের জনপ্রিয় লেখক হিসেবে হুমায়ূন আহমেদের নাম উল্লেখযোগ্য। গল্প, উপন্যাস, নাটক, চিত্রনাট্য ইত্যাদি রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। বহু পুরস্কারে ভূষিত প্রয়াত এই লেখকের রচনা বাংলা সাহিত্যে চিরজীবী হয়ে থাকবে। তিনি তার যে মানবিক অনুভূতি ও মূল্যবোধের পরিচয় দিয়েছেন তা দেশ কালের সীমা ছাড়িয়ে চিরায়ত সাহিত্যের গৌরব লাভ করেছে।
ড. শ্যামল রায়, কবি ও বাংলা সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক
সাহিত্যের কোনও চৌহদ্দি নেই হুমায়ূন আহমেদেরও ছিল না
চৌহদ্দি ভাঙার বিশিষ্ট কথাকার হুমায়ূন আহমেদ। বাংলাদেশের সুনীল গঙ্গোপাধ্যায়, বুঝিবা তারচেয়েও বেশি। লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার। স্বাধীন বাংলাদেশের এক অনন্য ও প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব। ‘নন্দিত নরক’ দিয়ে তার আলোকযাত্রা। উপন্যাস, গল্পগ্রন্থ, অনুবাদ সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রায় শ’তিনেক। ‘বহুব্রীহি’ বা ‘হিমু’ তার অনবদ্য সৃজন- সমকাল ও স্বভূমিকে ছাপিয়ে ছুটে যায় অনন্তের দিকে।
সমীর ঘোষ, কবি ও অবসরপ্রাপ্ত শিক্ষক
আমি যেন ঠিক ততদিনই বাঁচি যতদিনে হুমায়ূন আহমেদ পাঠ শেষ হয়
হুমায়ূন আহমেদকে নিয়ে আমাকে কখনও কিছু বলতে হলে প্রথমেই আমার প্রচ- একটা লোভ হয় ওর সম্পর্কে যা কিছু আমার অনুভবে রয়েছে, সব একনাগাড়ে গড়গড় করে বলে যাই। কিন্তু বলার শুরুতেই হোঁচট খেতে হয়। ওই বিপুল পর্বত সম্পর্কে আমি কতটুকুই বা জানি! ওর লেখা এ যাবৎ যতটুকু পড়েছি, তাতে মনে হয়েছে আমি এতদিন সেই পর্বতের পাদদেশেই ঘোরাফেরা করেছি মাত্র। আসলে ‘হুমায়ূন আহমেদ’ এই শব্দবন্ধটির মধ্যে যুগপৎ বিশালতা এবং এক অনন্ত গভীরতা লুকিয়ে রয়েছে, যা তার পাঠকদের অগ্নিতে পতঙ্গের মতোই অমোঘভাবে আকর্ষণ করে এবং এক অনিবার্য বাধ্যতায় তাদের সেই অতলতায় ডুবিয়ে দেয়।
চুপি চুপি বলি, আমার জীবনের একটা গোপন ইচ্ছে রয়েছে, আমি যেন ঠিক ততদিনই বাঁচি যতদিনে হুমায়ূন আহমেদ পাঠ শেষ হয়। এরপর আর কীই বা বলার থাকতে পারে!
বিনোদ ঘোষাল
সাহিত্য আকাদেমি যুব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখক
অসাধারণ কয়েকটি চলচ্চিত্রও পরিচালনা করে গেছেন হুমায়ূন
তার একটি প্রশংসার্হ ছবি, ‘শ্যামল ছায়া’। ছবিটি আমি আজও দেখি, বার বার দেখি। এটি একটি অসাধারণ পরিবেশনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় লেখা এত জীবন্ত ছবি বাংলা ভাষায় আর তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। যুদ্ধের আতঙ্ক, যুদ্ধের পরিণিতি, যুদ্ধের প্রভাব কী ভয়ঙ্কর হতে পারে নিরাপদ আশ্রয়ের খোঁজে একটি নৌকায় ভেসে পড়া কয়েকটি হিন্দু-মুসলিম পরিবারের সদস্যর কথপোকথন, অভিব্যক্তি, কিছু বিচ্ছিন্ন ঘটনার ঘনঘটাকে লেখক-পরিচালক হুমায়ূন আহমেদ যে মুন্সিয়ানা ও মার্মিকতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন তা অনবদ্য।
কালীপদ দাস, কবি, গবেষক
COMMENTS