নিউজ ডেস্ক : বিভিন্ন রঙের পোশাকে পুরুষের দৃষ্টিতে নারীকে সুন্দর দেখা গেলেও লাল পোশাকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক এক গবেষণায় জানা গে...
নিউজ ডেস্ক : বিভিন্ন রঙের পোশাকে পুরুষের দৃষ্টিতে নারীকে সুন্দর দেখা গেলেও লাল পোশাকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, নারীর লাল পোশাকই পুরুষ সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
পোশাকের রং বিষয়ে এ গবেষণাটি করা হয়েছে চীনে। এতে দেখা গেছে রোমান্স, উদ্দীপনা, যৌনতা ও উর্বরতার রং হিসেবে পরিচিত লাল। আর এ রংয়ের পোশাক পরলেই পুরুষের দৃষ্টিতে নারীর যৌন আবেদন সবচেয়ে বেশি দেখায়। আর এ বিষয়টি পুরুষের হৃদয় জয় করতে যথেষ্ট কার্যকর হয়।
গবেষণাপত্রটির প্রধান লেখক ও হুবেই প্রদেশের উহান ইউনিভার্সিটির মনোবিদ ড. ফ্যাংফ্যাং ওয়েন জানান লাল রং নারীর যৌন আকর্ষণের মাত্রা বৃদ্ধি করে নানা উপায়ে।
ওয়েন আরও জানান, লাল রংয়ের পোশাককে অতীতকাল থেকে প্রায়ই যৌনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।
গবেষণায় আরও জানা গেছে, লাল রং, যা ‘রেড কার্পেট’ হিসেবেও ব্যবহৃত হয়, তা নারীর প্রতি পুরুষের আকর্ষণের মাত্রা বৃদ্ধি করে। এ ছাড়াও এর অতিরিক্ত ব্যবহার আগ্রাসী মনোভাব হিসেবে পরিচিত।
গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে অনলাইন জার্নাল ‘ইভোলিউশনারি সাইকোলজি’তে।
পোশাকের রং বিষয়ে এ গবেষণাটি করা হয়েছে চীনে। এতে দেখা গেছে রোমান্স, উদ্দীপনা, যৌনতা ও উর্বরতার রং হিসেবে পরিচিত লাল। আর এ রংয়ের পোশাক পরলেই পুরুষের দৃষ্টিতে নারীর যৌন আবেদন সবচেয়ে বেশি দেখায়। আর এ বিষয়টি পুরুষের হৃদয় জয় করতে যথেষ্ট কার্যকর হয়।
গবেষণাপত্রটির প্রধান লেখক ও হুবেই প্রদেশের উহান ইউনিভার্সিটির মনোবিদ ড. ফ্যাংফ্যাং ওয়েন জানান লাল রং নারীর যৌন আকর্ষণের মাত্রা বৃদ্ধি করে নানা উপায়ে।
ওয়েন আরও জানান, লাল রংয়ের পোশাককে অতীতকাল থেকে প্রায়ই যৌনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়।
গবেষণায় আরও জানা গেছে, লাল রং, যা ‘রেড কার্পেট’ হিসেবেও ব্যবহৃত হয়, তা নারীর প্রতি পুরুষের আকর্ষণের মাত্রা বৃদ্ধি করে। এ ছাড়াও এর অতিরিক্ত ব্যবহার আগ্রাসী মনোভাব হিসেবে পরিচিত।
গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে অনলাইন জার্নাল ‘ইভোলিউশনারি সাইকোলজি’তে।
COMMENTS