কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার প্রফেসর পদ চালু হচ্ছে। বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস...
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার প্রফেসর পদ চালু হচ্ছে। বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে আয়োজিত এক অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি সুরঞ্জন দাস এ তথ্য জানান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার প্রফেসর পদ চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ সরকার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে আর্থিক অনুদান দিয়ে পদটি চালু করবে। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম এই ঘোষণাকে স্বাগত জানান। ভিসি এই চেয়ার তৈরি সম্পর্কে জানাতে গিয়ে বলেন যে, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সম্পর্কে গবেষণা ও পঠন-পাঠনই এই চেয়ার চালু করার প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ স্টাডিজ সেন্টার তৈরি করার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক এমপি কৃষ্ণা বসু, অধ্যাপক অমিয় চৌধুরী, অধ্যাপক জয়ন্ত কুমার রায়, অধ্যাপক সন্দ্বীপ দাস প্রমুখ।
COMMENTS