মোতাহের হুসেন চোধুরী রাশেদ: “হামদর্দ” বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার এক গৌরবজ্জ্বল নাম। এদেশে এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হামদর্দ বাং...
মোতাহের হুসেন চোধুরী রাশেদ: “হামদর্দ” বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসার এক গৌরবজ্জ্বল নাম। এদেশে এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি হামদর্দ বাংলাদেশ (ওয়াকফ) ল্যাবরেটরীজ বাংলাদেশ লিঃ’এর ইউনানী চিকিৎসা সাধারণ মানুষের মাঝে বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছে। আজকের এই হামদর্দ চিকিৎসা সেবা বাংলাদেশে একদিনে গড়ে উঠেনি। অনেক অক্লান্ত পরিশ্রম ও প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দের সমন্বয়ে গড়া টিম দিন রাত পরিশ্রম করে এদেশে হামদর্দ’র প্রতিষ্ঠা করে। যার ফলে আজ বাংলাদেশে হামদর্দ এক অবিস্মরণীয় চিকিৎসা সেবার অনন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।
বর্তমানে হামদর্দ’র সাফল্যে ঈর্ষান্বিত হয়ে এমনকি কিছু স্বার্থান্বেষী মহল যারা অতীতে এই হামদর্দ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেত কিন্তু বর্তমানে হয়ত আর পাচ্ছে না সেই সুবাদে এখন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান হামদর্দকে ঘিরে অপপ্রচারে লিপ্ত রয়েছে। সম্প্রতি কয়েকটি মিডিয়ায় তা লক্ষ্য করা গেছে। তাদের মতে, হামদর্দএকটি ওয়াকফ প্রতিষ্ঠান। হামদর্দ ওয়াকফ বটে কিন্তু বাংলাদেশে এর অবস্থানকে পাকাপোক্ত করতে এবং এর চিকিৎসা সেবা মানুষের দোরগোঁড়ায় পৌছে দিতে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অবস্থানে নিয়ে এসেছে, যারা হামদর্দকে নিজেদের ঘর সংসার, ছেলে মেয়ের মতো লালন পালন করেছে তারা একটু বেশিই সুবিধা ভোগ করবে, এটাই স্বাভাবিক।
কুচক্রি মহল যতই ষড়যন্ত্র করুক তারা হয়ত কিছু ফায়দা হাসিল করার জন্যই করছে। কিন্তু হামদর্দতো সব সময় মানব সেবায় ব্রত রয়েছে। এমনকি হামদর্দ’র একনিষ্ঠ পরিচালকবৃন্দ যাদের সুচিন্তিত তত্ত্বাবধানে হামদর্দ’র চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম দেশব্যাপী প্রশংসিত হচ্ছে।
বর্তমানে এমন অপপ্রচার ইদানিংকালে উদ্বেগজনক হারে বেড়েছে। বর্তমান দেশের আইনশৃঙ্খলা সহ রাজনৈতিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। কিন্তু এরকম কিছু অসাধু ব্যক্তিদ্বয় যারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার। এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
COMMENTS