যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ছোট একটি নদীর পানি হঠাৎ করেই লাল রং ধারণ করে। এরপর শুরু হয় জল্পনা-কল্পনা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মনে ...
যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ছোট একটি নদীর পানি হঠাৎ করেই লাল রং ধারণ করে। এরপর শুরু হয় জল্পনা-কল্পনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মনে হয়েছিল হয়তো কেউ মারা গেছে। আর এটা তারই রক্ত। কিন্তু পরে মনে হয় এটি আসলে কোনো তিমির রক্ত।
অনেকে আবার বিষয়টিকে 'হরর মুভির' দৃশ্যের সঙ্গে তুলনা করলেও শেষ পর্যন্ত সমাধান হলো রক্তনদীর রহস্য।
নর্দাম্পটনের মৌল্টন এলাকার পরিবেশবিদরা বলছেন নদীর পানি এমন অদ্ভুত রং ধারণের কারণ আসলে কোনো উৎস থেকে উছলে পড়া কালি।
পরিবেশ দপ্তরের এক মুখপাত্র হাফিংটন পোস্টকে বলেন, পানির রঙের এই পরিবর্তন মূলত পানির মধ্যে থাকা রঙেরই ফল। এটি তেমন কোনো ব্যপার নয়। এতে পরিবেশের উপর কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মনে হয়েছিল হয়তো কেউ মারা গেছে। আর এটা তারই রক্ত। কিন্তু পরে মনে হয় এটি আসলে কোনো তিমির রক্ত।
অনেকে আবার বিষয়টিকে 'হরর মুভির' দৃশ্যের সঙ্গে তুলনা করলেও শেষ পর্যন্ত সমাধান হলো রক্তনদীর রহস্য।
নর্দাম্পটনের মৌল্টন এলাকার পরিবেশবিদরা বলছেন নদীর পানি এমন অদ্ভুত রং ধারণের কারণ আসলে কোনো উৎস থেকে উছলে পড়া কালি।
পরিবেশ দপ্তরের এক মুখপাত্র হাফিংটন পোস্টকে বলেন, পানির রঙের এই পরিবর্তন মূলত পানির মধ্যে থাকা রঙেরই ফল। এটি তেমন কোনো ব্যপার নয়। এতে পরিবেশের উপর কোনো নেতিবাচক প্রভাবও পড়বে না।
COMMENTS