বিডিভিউ টুয়েন্টিফর ডঢকম: এতদিন Gmail ব্যবহারকারীরা মেইলে আসা ছবি সমূহ সরাসরি না দেখলেও এখন থেকে সরাসরি কোন রকম অপশন ছাড়াই মেইলে দেখতে পাবেন...
বিডিভিউ টুয়েন্টিফর ডঢকম:
এতদিন Gmail ব্যবহারকারীরা মেইলে আসা ছবি সমূহ সরাসরি না দেখলেও এখন থেকে সরাসরি কোন রকম অপশন ছাড়াই মেইলে দেখতে পাবেন।
আগে Gmail ব্যবহারকারীদের কোন মেইল আসলে মেইলে যদি কোন ছবি সংযুক্ত থাকতো তবে প্রথমে ছবি দেখতে চায় কিনা জানতে চাওয়া হত, ব্যবহারকারী যদি দেখতে চাইত তবেই ছবি ওপেন হত, কিন্তু নতুন এই পরিবর্তনের ফলে Gmail সরাসরি তাদের ইমেইলে আসা ছবি সমূহ ব্যবহারকারীদের দেখাবে কোন রকম অনুমতি ছাড়াই!
Gmail এ এতদিন দেখা যেত ইমেইলের মাধ্যমে ভাইরাস ছড়ানো হত, যেখানে ছবির সাথেই এসব ভাইরাস আসতো কিন্তু সম্প্রতি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন Gmail তাদের সার্ভারে থাকা সকল ইমেলের ছবি ফাইল এবং অন্যান্য সাইট থেকে আসা সকল ইমেইলের ছবি ফাইল ও স্ক্যান করা হচ্ছে ফলে ব্যবহারকারীদের আর আগত ছবি আসার বিষয়ে সতর্ক করার প্রয়োজন হচ্ছেনা।
COMMENTS